নাটোর প্রতিনিধি:জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে । আজ বুধবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম রাব্বি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজিত কুমার সাহা, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা।
বক্তারা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় ব্যানার-ফেস্টুন সহ মাইকিং করে মৎস্য সপ্তাহের জানান দেয়া হবে এবং বিভিন্ন জলাশয় মাছের পোনা অবমুক্ত করা হবে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।