1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে শতাধিক নারী মনোনয়ন প্রত্যাশী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে শতাধিক নারী মনোনয়ন প্রত্যাশী

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘন্টা ডেস্কঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে শতাধিক নারী মনোনয়ন প্রত্যাশা করছে। চলতি সংসদের সংরক্ষিত ও সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের অনেকে এরই মধ্যে গণসংযোগ শুরু করে দিয়েছেন। আর ২০২০ সালের মধ্যে ৩০ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দেয়ার পরিকল্পনার কথা বলছেন দলটির নীতি নির্ধারকরা।

দশম সংসদে আওয়ামী লীগ থেকে নির্বাচিত নারী সংসদ সদস্যের সংখ্যা ১৯। এ ছাড়া ৫০ জন সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগের রয়েছেন ৪২ জন।

সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যদের সবাই আবারও দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাপ শুরু করেছেন। পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সদস্যদের অনেকেই এবার বিভিন্ন আসন থেকে সরাসরি নির্বাচন করতে প্রচার চালাচ্ছেন।

সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন জানান, ‘আমি সরাসরি সংসদ সদস্য হতে চাই। কারণ আমার নির্বাচনি আসনের মানুষের চাহিদা এটাই। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সে কথার ভিত্তিতেই যদি যাই তাহলে শতভাগ আশ্বস্ত আমি দলীয় মনোনয়ন পাচ্ছি।’

সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট সানজিদা খানম জানান, ‘নবম ও দশম সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবং আমার আত্মবিশ্বাস রয়েছে আমার কর্মকাণ্ড ভবিষ্যতে মনোনয়ন পেতে সাহায্য করবে।

ফেনী ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী রোকেয়া প্রাচী জানান, ‘আমি বিশ্বাস করি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার যে সততা, দক্ষতা এবং আমার যে ভিশন রয়েছে তার সঙ্গে নারীর ক্ষমতায়নের আজকের যে বাংলাদেশ সেখানে বিশ্বাস করে আস্থা রাখতে চাই দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে।’

গত সংসদ নির্বাচনের চেয়ে এবার নারীদের আরও বেশি সংখ্যায় মনোনয়ন দেয়ার কথা চিন্তা করছে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলির সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান জানান, ‘স্বাভাবিকভাবে আমাদের ৩শ’ আসনের যেখানে যেখানে নারীরা অংশ গ্রহণ করছে তারা যদি জরিপের মাধ্যমে এগিয়ে থাকে তাহলে তাদের দলীয় মনোনয়ন দিতে কোনও সমস্যা নেই। নারীদের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগই সবথেকে বেশি এগিয়ে বলেও জানান ফারুক খান।’

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ২০২০ সালের মধ্যে দলের ভেতর ৩৩ শতাংশ নারী কোটা পূর্ণ করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST