নাটোর প্রতিনিধি: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে বির্কিত করলেন নাটোরের জেলা প্রশাসন। ব্রীটিশ কাউন্সিলের সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নাটোরে কর্মরত টেলিভিশন ও রেডিও সাংবাদিকদের নিয়ে দু’দিনের প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। দায়িত্ব দেয়া হয় নাটোরের জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসকে। প্লাটপর্ম ফর ডায়ালগ প্রকল্পের আওতায় ‘সুশাসন সংহত করণ’শীর্ষক কর্মশালায় নাটোরে কর্মরত ২৫ জন টেলিভিশন ও রেডিও সাংবাদিক অংশ গ্রহণ করার কথা। কিন্তু শুরুতেই জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা বিতর্কিত ভূমিকায় অবতীর্ন হন। দেশের অধিকাংশ স্বনামধন্য টেলিভিশন কর্মিদের বাদ দিয়ে স্বাধীনতা বিরোধি ও অসাংবাদিদের তালিকাভূক্ত করা হয়। এতে ক্ষোভ ওঠে টেলিভিশন সাংবাদিকদের মাঝে। বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ ও জেলা তথ্য অফিসার মিজানুর রহমাকে বিষয়টি অবহিত করে ক্ষোভ প্রকাশ করে তালিকা সংশোধনের দাবি জানান। কিন্তু অজ্ঞাত কারনে জেলা প্রশাসক ও তথ্য কর্মকর্তা তালিকা সংশোধন না করায় দেশের শীর্ষস্থানীয় ১০ গণমাধ্যম কর্মি প্রশিক্ষন কর্মশালা বর্জন করেন। তারপরও জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও তথ্য কর্মকর্তা প্রশিক্ষন কার্যক্রমকে কৌশলে বিতর্কিত করতে দৈনিক সংগ্রাম সহ স্বাধীনতা বিরোধী অংশ এমনকি ইলকেট্রিক মিস্ত্রি ও অক্ষরজ্ঞানহীন ব্যক্তিদের সাংবাদিক বানিয়ে প্রশিক্ষনে উপস্থিতির তালিকা পূর্ন করেন। এব্যাপারে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম নাটোরের ডিসি সহ দায়িত্ব কর্মকর্তাদের এমন কান্ডজ্ঞানহীন কর্মকান্ডের ব্যাপারে বিস্ময় প্রকাশ করে বিষয়টি তার জানা ছিলনা বলে জানান। অথচ জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও জেলা তথ্য কর্মকর্তা বার বার দাবি করেছেন তালিকা ঢাকা থেকে অনুমোদন হয়ে এসেছে। পরিবর্তন করার সুযোগ নেই তাদের কিন্ত প্রশিক্ষনের দিনও তালিকায় নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ পাওয়া গেছে। ২দিনের এ প্রশিক্ষণ কর্মশালা থেকে বাদ পড়েন,সময় টিভি,চ্যানেল আই,এটিএন বাংলা,এনটিভি,চ্যানেল ২৪,বৈশাখী টিভি,মাছরাঙা টিভি,মোহনা টিভি,নিউজ ২৪,একুশে টিভি, দৈনিক প্রথম আলো, ডেইলীস্টার,দৈনিক সমকাল,দৈনিক জনকন্ঠ,দৈনিক কালের কন্ঠ,আমাদের সময়,বাংলাদেশ প্রতিদিন,যুগান্তর,এশিয়ান এজ,বনিক বার্তা, দৈনিক ভোরের দর্পন সহ শীর্ষস্থানীয় গণমাধ্যমের কর্মিরা। এর মাধ্যমে নাটোরের জেলা প্রশাসন কৌশলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের এ প্রশিক্ষন কার্যক্রমকে বিতর্কিত করা হয়েছে বলে মনে করেন নাটোরের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ও নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু। ১৭ ও ১৮ ফেব্রুয়ারী দু’দিনের কাগজে কলমের এ প্রশিক্ষন শেষ হয় আজ মঙ্গলবার বিকেল। কর্মশালা শেষে সকলে সম্মানী ও সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সহ অন্যন্যে অতিথিরা।
খবর২৪ঘন্টা/নই