গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাসিম আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজের হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলি। বক্তব্য রাখেন উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফজলুল হক, এমডিভি প্রকল্পের সুপারভাইজার কাউসার আহমেদ, ভেটেনারি অফিসার ডাঃ দীপ্ত কুমার রায় প্রমুখ। সভায় এমডিভি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়। প্রসঙ্গত আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত উপজেলার সর্বত্র এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আরএস