খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ার সিনেট নির্বাচনের বাছাইপর্বে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান চন্দন বিজয়ী হয়েছেন।
গত মঙ্গলবার অনুষ্ঠিত বাছাইপর্বের এই নির্বাচনে তিনি বর্তমান স্টেট সিনেটর কার্ট টমসনকে ৩৫ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এর আগে টমসন ১৪ বছর ধরে এই পদে ছিলেন।
নির্বাচনে ডেমোক্রেট দলের শেখ রহমান চন্দন ৪ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম অপর প্রার্থী কার্ট টমসন পেয়েছেন ২ হাজার ১১৭ ভোট।
আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনে রিপাবলিকান দলের কোনো প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে তিনিই হবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি সিনেটর।
নিজেকে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে শেখ রহমান চন্দন জানান, তাঁর বিজয়ের পেছনে বাংলাদেশি-আমেরিকানদের পাশাপাশি কৃষ্ণকায় ও হিস্পানিক ভোটারদের পূর্ণ সমর্থন ছিলো।
প্রসঙ্গত, শেখ রহমান চন্দনের জন্ম বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ