খবর ২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ রোববার পৌনে ১২ টায় রাজধানীর মতিঝিল ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসে ফ্রন্টের নেতারা। বৈঠকে উপস্থিত রয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন, ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রুত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।
খবর ২৪ঘণ্টা/ নই