খবর২৪ঘণ্টা ডেস্ক: ফেডারেল সরকার যাতে পুনরায় শাটডাউন তথা অচলাবস্থার মুখোমুখি না হয়, সেজন্য সরকারি ব্যয় বরাদ্দ বিলে স্বাক্ষর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে নিজের দাবিকৃত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের জন্য অর্থ সংগ্রহের জন্য ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন বলে জানিয়েছে আলজাজিরা।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, নীতিনির্ধারকরা সীমান্ত নির্মাণে অর্থছাড়ে রাজি না হওয়ায় কংগ্রেসকে এড়িয়ে এমনটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।
এ ইস্যুতে ডেমোক্র্যাটদের থেকে সাংবিধানিকভাবে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন ট্রাম্প ভিন্নপথে এগোচ্ছেন।
স্যান্ডার্স বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সরকারি বরাদ্দ বিলে সই করবেন। সেই সঙ্গে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে জরুরি অবস্থাও জারি করবেন যাতে জাতীয় নিরাপত্তা ও মেক্সিকো সীমান্তে মানবিক সংকট মোকাবেলা করা যায়।”
তিনি আরও বলেন, “সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় সুরক্ষায় প্রেসিডেন্ট এই দেয়াল নির্মাণে তার প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করেছেন।”
এদিকে জরুরি অবস্থা ঘোষণার ট্রাম্পের এমন সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেন, “মেক্সিকো সীমান্তে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে হবে।”
সাংবিধানিকভাবে প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবে কিনা এ ব্যাপারে তিনি কিছু বলেননি। ট্রাম্প যদি জরুরি ঘোষণা করে তবে এটি হবে ‘বড় ধরনের অসঙ্গতি ও আতঙ্ক’।
খবর২৪ঘণ্টা, জেএন