খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জরিমানা ছাড়াই বিদ্যুৎ বিল পরিশোধের সময় আরো এক মাস বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল এই তিন মাসের বিদ্যুৎ বিল আগামী ৩০ জুনের মধ্যে গ্রাহকরা জরিমানা ছাড়া পরিশোধ করতে পারবেন।
শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনাভাইরাসের কারণে অনেক গ্রাহকের বাড়িতে গিয়ে মিটার রিডিং দেখে বিদ্যুৎ বিল তৈরি করা সম্ভব হচ্ছে না। গ্রাহক ও বিদ্যুৎ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রাহকদের আগের মাসের অথবা পূর্ববর্তী বছরের একই সময়ের বিলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাক্কলিত বিল দেয়া হচ্ছে।
প্রাক্কলিত বিলের সঙ্গে গ্রাহকের প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কম-বেশি অথবা কোনো অসামঞ্জস্য দেখা গেলে পরের মাসের বিলের সঙ্গে তা সমন্বয় করা হবে। কোনো অবস্থাতেই ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহককে পরিশোধ করতে হবে না।
বিদ্যুৎ বিল নিয়ে কারো জিজ্ঞাসা বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দফতরে জানানোর অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একইসঙ্গে ব্যাংকে বিল পরিশোধের পাশাপাশি সুবিধা অনুযায়ী বিকাশ/নিজস্ব বুথ/মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়েছে। খবর২৪ঘন্টা/এবি