1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘জরিমানার’ খবরে গ্রামীণফোনের শেয়ারে বড় দরপতন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

‘জরিমানার’ খবরে গ্রামীণফোনের শেয়ারে বড় দরপতন

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তিন মাসের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা বাবদ আরও ১ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয়ার পর শেয়ারবাজারে গ্রামীণফোনের শেয়ারের বড় দরপতন হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার আগেই আপিল বিভাগে থেকে গ্রামীণফোনের বিষয়ে আদেশ আসে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের বৃহত্তর পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আপিল বিভাগের এমন আদেশের পর লেনদেনের শুরুতেই গ্রামীণফোনের শেয়ারে নেতিবাচক প্রভাব পড়ে। মাত্র ৫ মিনিটে কোম্পানিটির শেয়ার দাম সাড়ে ৭ টাকা কমে যায়। লেনদেনের বাকি সময় প্রতিষ্ঠানটির শেয়ারের দরপতন অব্যাহত থাকে। ফলে দিনের লেনদেন শেষে শেয়ারের দাম আগের দিনের তুলনায় ২৩ টাকা ৬০ পয়সা কমে যায়।

এ দিন কোম্পানিটির শেয়ারের এমন দরপতন হলেও বুধ, বৃহস্পতি ও রোববার বড় ধরনের উত্থান হয়েছিল। এ উত্থানেও বড় ভূমিকা রাখে আপিল বিভাগের নির্দেশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাত সদস্যের আপিল বিভাগ সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন।

আপিল বিভাগের ওই নির্দেশের পর সংবাদ ছড়িয়ে পড়ে আদালতের নির্দেশ মেনে রোববার বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন। এতে ওইদিন কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে ২০ টাকা। পরের দুই কার্যদিবসও শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। এতে তিন কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম ৫৫ টাকা বেড়ে যায়।

এ বিষয়ে ডিএসইর এক পরিচালক বলেন, জরিমানার সংবাদে কোম্পানির শেয়ার দাম বাড়ে এমনটি আগে দেখিনি। গ্রামীণফোনের ক্ষেত্রে সেটি দেখলাম। এখন আবার দাম কমছে। জরিমানার কারণে শেয়ারের দাম কমবে, এটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, আমাদের বাজারের বিনিয়োগকারীরা হুজগে বিনিয়োগ করেন। তাদের এই নীতি থেকে বেরিয়ে আসা উচিত। শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ভালোভাবে তথ্য যাচাই-বাছাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া উচিত।

এদিকে গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বিটিআরসিতে গিয়ে ১ হাজার কোটি টাকার পে-অর্ডার কমিশনের চেয়ারম্যান জহুরুল হকের কাছে হস্তান্তর করেছেন। এই তথ্য জানিয়ে বাকি অর্থ দিতে গ্রামীণফোনের আইনজীবীর সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে ৩ মাস সময় দিয়েছেন আপিল বিভাগ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST