খবর ২৪ঘণ্টা ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ চলছে। পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা। উভয়পক্ষই দেশীয় অস্ত্র ও মাথায় হেলমেট পরে ক্যাম্পাসে অবস্থান করছে। জবি ছাত্রলীগের কমিটি স্থগিত হওয়ার পর পদপ্রত্যাশী কয়েকটি গ্রুপ বেশ কিছুদিন ধরে ক্যাম্পাসে মহড়া দিয়ে আসছিল।
সোমবার সকাল থেকে একটি গ্রুপ ক্যাম্পাসে মহড়া দিতে থাকে এবং বহিস্কৃত ও চাঁদাবাজদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে স্লোগান দিতে থাকে।
বেলা ১২টার দিকে পদপ্রত্যাশী আরেকটি গ্রুপ ক্যাম্পাসে প্রবেশ করলেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুগ্রুপের সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তারা আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ বিকেলে এ খবর লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই