বিনোদন,ডেস্ক: ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ক্যানসার ধরা পড়ার পর থেকেই তিনি চিকিৎসার জন্য নিউ ইয়র্কে। আর সেই কারণেই ছেলের জন্মদিনেও ছেলেকে সময় দিতে পারলেন না সোনালি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই প্রথম ছেলে রকি বেহল-এর জন্মদিনে থাকতে পারলেন না সোনালি। ১৩ বছর রকি যদিও মায়ের সঙ্গে ভৌগোলিক দূরত্বকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। ছোট্ট বয়সে কড়া বাস্তবের সামনে এসে, সে এখনই খুব বোঝদার।
ছেলের জন্মদিনে তাকে সময় দিতে পারেননি বলে সোনালি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনেও লেখেন, ‘‘শুভ জন্মদিন। এই প্রথম এই বিশেষ দিনে আমরা একসঙ্গে নেই।’’
মা-র এই পোস্ট দেখে ছেলে রকিও ইনস্টাগ্রামে একটি পোস্ট করে। একটি ছবি পোস্ট করে সে লেখে, ‘‘তুমি আমার চারদিকে আলোর বলয় দিয়ে বেষ্টিত করে রেখেছ।পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’’
খবর২৪ঘণ্টা.কম/জেএন