খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি। আগামী ১১ মার্চ এই জনসভার অনুমতি চেয়ে দলের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রিজভী বলেন, ‘জনসভা করার জন্য আমরা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছি। এর আগে গত ২২ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ও বইমেলার দোহাই দিয়ে আমাদের জনসভা করতে দেয়নি। এ করণে আমরা আজকে আবারও পুলিশকে অবহিত করেছি।’
জনসভায় প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রিজভী বলে, সেটি পরে জানানো হবে।
ঢাকার এ জনসভা ছাড়াও আগামী ১০ মার্চ খুলনা বিভাগে একটি বিভাগীয় সমাবেশ করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ