নিজস্ব প্রতিবেদক: জনশুমারি ও গৃহগণনা ২০২১ উপলক্ষে রাজশাহী মহানগরীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী-৫ আসনের এমপি ডাক্তার মনসুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব শৈরেন্দ্র নাথ চক্রবর্তী। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বোয়ালিয়া সাজিদ হোসেন ও রাজশাহীর বিভিন্ন সরকারি দপ্তরের জেলা ও বিভাগীয় প্রধানগণ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি এম এ মান্নান এমপি জানান, এবারের জনশুমারিতে নতুন কিছু বিষয় সংযোজন করা হয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল, এবারের জনশুমারি ২০২১ এ বিদেশীরাও গণনার মধ্যে পড়বে। সভায় আরো জানানো হয়, খানা প্রণয়নের জন্য এ শুমারিতে মূল শুমারির পূর্বে লিস্টিং অপারেশন পরিচালনা করা হবে ও প্রতিটি থানায় হাউজহোল্ড স্টিকার লাগানো হবে। প্রথমবারের মতো মাল্টিমোড পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। এইচএসসি পাস স্থানীয় যুবক যুবতী কে জনশুমারি জনশুমারি ও গৃহগণনা সুপারভাইজার নিয়োগ দেয়া হবে।
এমকে