1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ছোটমণিরা ‘সুপার হিরো’, শেখ হাসিনার সরকার ‘ভিলেন’ না - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

ছোটমণিরা ‘সুপার হিরো’, শেখ হাসিনার সরকার ‘ভিলেন’ না

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ছোটমণিরা ‘সুপার হিরো’, শেখ হাসিনার সরকার ‘ভিলেন’ না। সুপার হিরোরা দেখিয়ে দিয়েছে অসম্ভবকে কীভাবে সম্ভব করতে হয়। ছোটদের কাছ থেকেও বড়দের অনেক শেখার আছে। এ জন্য সুপার হিরোদের পাশে দাঁড়িয়েছে সরকার।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গণপরিবহনে অনেক অনিয়ম ছোট ছোট শিক্ষার্থীরা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মধ্য দিয়ে এ প্রজন্মের ‘সুপার হিরোতে’ পরিণত হয়েছে। শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়েছে সরকার। দাবি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। সুপার হিরো সোনামণিদের ধন্যবাদ জানাই। তাদের প্রশংসা করি। তারা যেমন প্রশংসনীয় কাজ করেছে, তেমনি শেখ হাসিনার নেতৃত্বে সরকারও কিন্তু ‘ভিলেন’ না।

ইনু বলেন, ‘নিরাপদ সড়ক আন্দোলনটা সরকার উৎখাতের আন্দোলন না, বা সরকারবিরোধী আন্দোলনও নয়। ছোটমণিদের প্রশংসনীয় কাজটা আমরা আমলে নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেহেতু ছোটমণিদের পক্ষেই আছে, সেহেতু তারা এ কয়দিন শান্তিতে তারা রাস্তায় আছে। দুর্ঘটনাপ্রবণ এলাকায় গতিরোধক, ফুটওভার সেতু, আন্ডারপাস তৈরি করার জন্য সেনাবাহিনীকে ত্বরিত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বেপরোয়া গাড়িচালকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইনের ব্যবস্থা ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে।’

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলামের বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতার দাবির কোনো বাস্তবতা নেই। এই দুর্ঘটনা একজন চালক ঘটিয়েছে। সরকারের কোনো সম্পর্ক নেই। চালকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পদত্যাগ করার প্রশ্নই আসে না। ছোটমণিদের নিরাপদ সড়কের আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, দুর্নীতিবিরোধী আন্দোলনকে যারা সরকারবিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত করে, তারা দেশের শান্তি–শৃঙ্খলা নষ্ট করতে চায়। অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। ঘোলাজলে মাছ শিকার করতে চায়।’

মতবিনিময়ের সময় কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নূরানী ফেরদৌস দিশা ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতা–কর্মীরা ছিলেন।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST