খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ছোটপর্দাতে অভিষেক হতে চলেছে বড়পর্দার নায়িকার। ‘টেনালি রামা’ সিরিয়ালে মুখ দেখাতে চলেছেন ‘বাচনা অ্যা হাসিনো’ অভিনেত্রী মিনীশা লাম্বা।
বহুদিন পর মিনীশাকে দেখতে পাবেন তাঁর ফ্যানেরা৷ এই সিরিয়ালে একজন ফ্যান্টাসি ক্যারেক্টারে অভিনয় করতে চলেছেন তিনি। নায়িকার বিপরীতে দেখা যাবে, অভিনেতা কেইথ সিকিউরাকে। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ‘লাভ কা হ্যা ইন্তেজার’ সিরিয়ালে৷
মিনীশা বলেছেন, “এখানে আমার চরিত্রটায় অনেকগুলি শেড রয়েছে। সে কিছুটা রহস্যময়ী। আর পাঁচটা মানুষের থেকে আলাদা। আবার বেশ মজাদারও।’’ একই সঙ্গে তিনি আরও বলেন, “ছোটপর্দায় শাশুড়ি-বউমার কাহিনির মেলায় এই গল্প অন্য স্বাদ দেবে৷’’
নায়িকাকে শেষ দেখা গিয়েছিল ২০১৩ সালের ‘জিলা গাজিয়াবাদ’ সিনেমায়৷ দীর্ঘ বিরতির এই প্রসঙ্গে তিনি বললেন, “সত্যি অনেকদিন বাদেই ফিরছি আমি৷ এই কয়েক বছরে আমি জীবন থেকে অনেক কিছু শিখেছি। এখন আমার ফিরে আসার সঠিক সময়৷’’
তবে এর আগেও ছোটপর্দায় মুখ দেখিয়েছিলেন অভিনেত্রী। একটি ধারাবাহিকের গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল তাঁকে। তাছাড়া বিগ বস সিজন ৮-এ প্রতিযোগী ছিলেন মিনীশা৷ ফলে সেইভাবে কখনও ছোটপর্দায় ডেবিউ হয়নি তাঁর৷ এটাই শুরু। যা নিয়ে মিনীশা যথেষ্ট উচ্ছসিত৷
খবর২৪ঘণ্টা.কম/রখ