খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে কলিল বক্স রোড এলাকায় ছেলের ছুরিকাঘাতে মমতাজ বেগম (৫৫) নামে এক নারী খুন হয়েছেন। রবিবার রাতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ছেলে রাজনকে আটক করেছে পুলিশ।
দক্ষিণখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, নিজের সন্তানদের নিয়ে দক্ষিণখানে কলিল বক্স রোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন মমতাজ। রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে হাবিবুল্লা খান রাজন (২৬) তার মাকে ছুরিকাঘাত আঘাত করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ