খবর ২৪ঘণ্টা ডেস্ক: ঢাকা জেলার ধামরাইয়ে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে মা খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা ও ভাই।
হতাহতরা হলেন- নিহত মা জামিনা বেগম (৫৮), তিনি স্থানীয় কৃষক আব্দুল বাছেরের স্ত্রী ছিলেন। আহত বাবা আবুল বাসেদ (৬২) এবং বড় ভাই রতন মিয়া (৩০)।
সোমবার সকালে ধামরাই উপজেলার আড়ালিয়া ইউনিয়নের খরারচড় পশ্চিমপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় ঘাতক ছেলে রাইহানকে (২১) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর ২৪ঘণ্টা/ নই