খবর ২৪ঘণ্টা ডেস্ক: ঈদুল আজহার ছুটি শেষে সরকারি অফিস খুলেছে আজ রোববার। এবার ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত পাঁচ দিন ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।
সারা দেশে ২২ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।
এবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২১, ২২ ও ২৩ আগস্ট) ঈদের ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটি ভোগ করেছেন।
গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রেল, সড়ক ও নৌপথে রাজধানীতে ফিরেছেন অসংখ্য মানুষ। এখনও ফিরছেন অনেকে। চিরচেনা যানজটের রাজধানী শহর ঢাকা এখনও ভিন্নরূপে। পথঘাট প্রায়ই ফাঁকা।
কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং রাজধানীর বাস টার্মিনালে লক্ষ করা গেছে রাজধানীতে ফেরা যাত্রীদের ভিড়।
খবর ২৪ঘণ্টা/ নই