খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফের ছুটি বাড়াচ্ছে সরকার। সপ্তম দফায় আগামী ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। সার্বিক দিক বিবেচনায় আগামী ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি, ঈদুল ফিতরের ছুটি এবং সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।’
ফরহাদ হোসেন বলেন, ‘ছুটি চলাকালে কোনো গণপরিবহন চলবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলের জেলা অবস্থান করতে হবে। এসব উল্লেখ করে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।’
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ষষ্ঠ দফায় ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি চলছে। সপ্তম দফায় এই ছুটি ৩০ মে পর্যন্ত লম্বা হচ্ছে। এর আগে পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ও সাপ্তাহিক ছুটি বাড়ায় সরকার। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় দফায় ছুটি ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়। তৃতীয় ১৪ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি লম্বা করা হয়। পরে আরও ১০দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আবারও ১০ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।
ছুটির মধ্যেও রপ্তানি পোশাক শিল্প কারখানাসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগগুলো সীমিতকারে খোলা আছে। সরকারি নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় কিছু কিছু দোকানপাটও খুলেছে। যদিও বড় বড় শপিংমল ও মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ছুটি চলাকালে জরুরি পরিষেবা অর্থাৎ বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি খাতের কার্যক্রম অব্যাহত আছে। কৃষি পণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, সংবাদপত্র, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতালও এই ছুটির বাইরে।
খবর২৪ঘন্টা/নই