খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। তাঁর নাম খোকন সূত্রধর (২৫)। গতকাল সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আখাউড়া থানা পুলিশ জানায়, টোবাকো কোম্পানির ১৮ লাখ টাকা ছিনতাইকালে খোকন ধরা পড়েন। রাতে তাঁর দেওয়া তথ্যমতে অস্ত্র উদ্ধারে গেলে আখাউড়া রেলওয়ে তিতাস কেবিন এলাকায় পুলিশের সঙ্গে তাঁর সহযোগীরা বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এ সময় তিনি নিহত হন।
আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, নিহত খোকনের বিরুদ্ধে একটি চুরি ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে।
ওসি জানান, গতকালই ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় খোকনকে আটক করা হয়েছিল। তাঁকে দিয়ে রাতে টাকা উদ্ধারের জন্য গিয়েছিল পুলিশ। এ সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।