পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদীতে পিকনিকে আসা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত ও পিকনিক থেকে রাজশাহী ফেরার পথে বাস ভাংচুর করার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
ঘটনা জানার পর অভিযুক্ত পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জান মোহাম্মদ শান্তকে দল থেকে বহিষ্কার করে উপজেরা ছাত্রলীগ। শান্ত উপজেলার পাকশী মেরিনপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে ও সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী রোববার ঈশ্বরদী উপজেলার পাকশী রিসোর্টে পিকনিক করতে যান। এসময় ছাত্রলীগ নেতা জান মোহাম্মদ শান্ত পিকনিকে আসা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করে। এতে তার সহপাঠিরা শান্তকে ধরে সেখানেই মারপিট করে রিসোর্ট থেকে তাড়িয়ে দেয়।
বিকেলে পিকনিক শেষে রাবি’র শিক্ষার্থীরা রাজশাহী ফিরে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা শান্ত তাকে মারের প্রতিশোধ নিতে দলবল নিয়ে রাস্তায় এসে চলন্ত বাসে ইটপাটকেল নিক্ষেপ করে পিকনিকের বাস ভাংচুর করে।
এ ঘটনায় তাৎক্ষনিকভাবে পুলিশের কাছে অভিযোগ করেন রাবি’র শিক্ষার্থীরা। অভিযোগ পেয়ে পুলিশ রোববার রাতেই অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা শান্তকে আটক করে।
এদিকে এ ঘটনা জানার পর সোমবার ছাত্রলীগ থেকে শান্তকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি শান্তকে বহিস্কার করার সত্যতা নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় সোমবার মামলা দায়ের করে সেই মামলায় শান্তকে গ্রেপ্তার দেখিয়ে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/নই