খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: খুলনার কয়রায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সোমবার সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বাগালিয়া ইউনিয়নে রোববার বিকেলে প্রতিপক্ষরা রাসেলকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানন্তরিত করা হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
কয়রা থানা পুলিশের ওসি রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই দুই জনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা হবে।
খবর২৪ঘন্টা/নই