1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি : দুই নেতাকে বহিষ্কার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি : দুই নেতাকে বহিষ্কার

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি গঠনের জেরে দক্ষিণ জেলা ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতাদ্বয় হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম জেকি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুদ্দোজা জুয়েল।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন জানান, বহিষ্ককৃতরা সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা না মেনে গত ২০ নভেম্বর লোহাগাড়া ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা করেছেন এবং তা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করেছেন। বিষয়টি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ জানতে পেরে তাদের বহিষ্কার করেছে।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর এ কে এম আসিফুর রহমান চৌধুরীকে সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে (এক বছরের জন্য) ৬৪ সদস্যের ছাত্রলীগের লোহাগাড়া উপজেলা কমিটি অনুমোদন দেয় দক্ষিণ জেলা ছাত্রলীগ। এর দু’দিন পর নানা অভিযোগ তুলে পাল্টা কমিটি ঘোষণা করে পদবঞ্চিতরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদ ইসলাম জেকি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুদ্দোজা জুয়েল এই কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team