1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ছাত্রলীগকে হামলার পরিণাম ভোগ করতে হবে: ছাত্রদল - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

ছাত্রলীগকে হামলার পরিণাম ভোগ করতে হবে: ছাত্রদল

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে ‘বাইক হামলা’র পরিণাম ছাত্রলীগকে ভোগ করতে হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।

রোববার (২৯ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে বিএনসিসির সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক শোডাউন দিয়ে, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১৯ নেতাকর্মী গুরুতরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আমরা এ হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।’

‘ওবায়দুল কাদেরের উসকানিতে এ হামলা’ উল্লেখ করে রাকিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত পরশু ছাত্রলীগের প্রোগ্রামে আমাদের ওপর ইঙ্গিত করে বলেছেন যে, আমরা নাকি ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাই। আমরা মনে করি, এটার অংশ হিসেবে আজ আমাদের ওপর হামলা করা হয়েছে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে বিতাড়িত করার গভীর চক্রান্তের অংশ হিসেবে বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ চায় ছাত্রদল যেন ক্যাম্পাসে না থাকতে পারে। আমরাও হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই দিন দিন নয়, আরও দিন আছে। আপনারাও বিরোধী দলে আসবেন এটা মাথায় রাখবেন। এসব হামলার জবাব আপনারা পাবেন। আপনাদের এসব হামলার পরিণাম অবশ্যই ভোগ করতে হবে।’

ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন বলেন, আমাদের দুজন কেন্দ্রীয় নেতাকে যখন সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী গুম করার উদ্দেশ্যে গ্রেফতার করে নিয়ে যায়, তখন স্বাভাবিকভাবে এর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। প্রতিবাদের অংশ হিসেবে আমরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে যাই। এসময় বিএনসিসি পার হলেই যারা ক্যাম্পাসকে বহিরাগতদের দিয়ে সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত করেছে তারা ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সবাইকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর হামলা করেছে। তাতে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেস।

হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের নাম প্রকাশ

ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম খান আনিক, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম সোহেল, যুগ্ম আহ্বায়ক হাসান আল আরিফ, যুগ্ম আহ্বায়ক এ বি এম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম আহ্বায়ক শরীফ প্রধান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক মো. মাহামুদুল হাসান রনি, আহ্বায়ক সদস্য এস এম দিদারুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, ফারহান আরিফ, নাসির উদ্দিন শাওন, বায়োজিদ, হাজী মুহম্মদ মহসিন হল ছাত্রদলের সভাপতি মো. ওমর ফারুক মামুন, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি গাজী মো. সাদ্দাম হোসেন, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সভাপতি মো. মাসুম বিল্লাহ্, সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেনসহ আরও অনেকে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST