সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) পুঠিয়ার বানেশ্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এতে নেতৃত্ব দেন।
মিছিল শেষে সমাবেশে আবু সাঈদ চাঁদ বলেন, ছাত্রদল নেতাকর্মীরা শান্তি পূর্ণভাবে লিফলেট বিতরণ করছিল। এসময় পুলিশ বিনা কারণে ছাত্রদল নেতা নয়ন মিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। এরকম হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিচার দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ছাত্রদল যুবদল বিএনপির নেতাকর্মীদের হত্যা করে এবং মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। আন্দোলনের জোয়ারে এই সরকার ভেসে যাবে।
বিক্ষোভ মিছিলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বাক্কার সিদ্দিক, বিএনপি নেতা খায়রুল ইসলাম শিমুল, যুবদল নেতা সানোয়ার হোসেন সহ বিপুল সংখ্যক ছাত্রদল যুবদল ও বিএনপির নেতাকর্মী অংশ নেন।
বিএ/