প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে দুপুর ১২ টার সিটি কলেজ এলাকায় গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বুধবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের র্নিদেশে এই খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানান ছাত্রদল নেতৃবৃন্দ। বিতরণের সময় রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সহ-সভাপতি শফিক মাহমুদ তন্ময়, সিটি কলেজ ছাত্রদল নেতা ফরহাদ আহাম্মেদ সোহান, নাজমুস সাকিব প্লাবন, সাইদ আহম্মেদ রিয়াদ, আবু সুফিয়ান চন্দন, আতিক ফয়সাল শৌমিক ও শাহ্ মখদুম থানা ছাত্রদল নেতা মিদুলসহ সিটি কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাসের কারনে মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। প্রতিটি খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই সকল মানুষের ঘরে এখন খাবার সংকট দেখা দিয়েছে। কিছুটা এই সংকট দূর করতে সিটি কলেজ ছাত্রদল প্রতিনিয়ত খাবার সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান নেতৃবৃন্দ।