1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ছাত্রছাত্রীদের জন্য অ্যাপেলের নতুন সফটওয়্যার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

ছাত্রছাত্রীদের জন্য অ্যাপেলের নতুন সফটওয়্যার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ৯.৭ ইঞ্চির নতুন আইপ্যাড আনছে অ্যাপেল ৷ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই নতুন আই প্যাড লঞ্চ করা হচ্ছে ৷ তবে শুধু আই প্যাড নয় ৷ সেখানে থাকছে কিছু ক্লাসরুম সফটওয়্যারও ৷

এই আই প্যাডে সাপোর্ট করবে অ্যাপেল পেনসিল ৷ এই আই প্যাডে থাকছে বড় রেটিনা ডিসপ্লে৷ এটি হাই রেজলিউশন ও টাচ সেন্সরড৷ আঁকার জন্য অ্যাপেল পেনসিলে থাকবে রিমার্কেব্লি ফ্লুইড৷ এর অ্যাডভান্সড সেন্সর চাপ ও টিল্ট, দুটোই সামলাতে সক্ষম৷ পিক্সেল–পারফেক্ট অ্যাকিউরেসিও থাকবে এই আই প্যাডে৷ এর মধ্যে থাকা ক্লাসরুম সফটওয়্যার নোটেবিলিটি, পেজ, নাম্বার, কিনোট ও মাইক্রোসফ্ট অফিস সাপোর্ট করবে৷ এছাড়াও এখানে থাকছে ফ্রন্ট ক্যামেরা ও এইচ ডি ভিডিও রেকর্ডিং৷ আই প্যাডে ২০০জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ থাকছে৷ এটি ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে৷ এছাড়াও কিছু নতুন ক্লাসরুম সফটওয়্যারও আনছে অ্যাপেল৷ এর নাম “Everyone Can Create”৷

অ্যাপেলের তরফ থেকে জানান হয়েছে ছাত্রছাত্রী, প্রফেশনাল ও ক্রিয়েটিভ প্রফেশনালদের পছন্দ হবে বলে মনে করছে অ্যাপেল৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team