চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর-ফুলতলা এলাকায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
ওই ব্যক্তি শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের আবদুল কুদ্দুসের ছেলে মামুন ওরফে বাবু। শিবগঞ্জ থানার এসআই মোস্তফা জানান,সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মামুন ওরফে বাবু তার এক সহযোগিকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী যাচ্ছিল। ফুলতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে মামুন ওরফে বাবু ঘটনাস্থলেই মারা যান এবং অপর সহযোগি মামাতো ভাই রাশিদুল ইসলাম আহত হন।
শিবগঞ্জ থানার এসআই মোস্তফা আরও জানান, দুর্ঘটনার পর ট্রলি চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
————————————- khobor24ghonta.com এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ————————————-