খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রত্যাশিত জয় বায়ার্ন মিউনিখের৷ প্রথম লেগের প্রি-কোয়ার্টারে ঘরের মাঠে বেসিকতাসকে তারা ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দেয়৷
১৬ মিনিটে দোমাগোজ ভিদা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের বাকি সময়টায় ১০ জনে খেলতে হয় বেসিকতাসকে৷ সেই সুয়োগটা দারুণভাবে কাজে লাগায় মিউনিখ৷ বায়ার্নের হয়ে দু’টি করে গোল করেন থমাস মুলার ও রবার্ট লেওয়ানডোস্কি৷ অপর গোলটি কিংসলেই কোম্যানের৷
এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের যোগ্যতা অর্জন করেছে বেসিকতাস৷ সেদিক থেকে তাদের অভিজ্ঞতা মোটেও মনে রাখার মতো হল না৷ লেওয়ানডোস্কিকে বিপজ্জনকভাবে ফাউল করে প্রায় ম্যাচের শুরুতেই ভিদা লাল কার্ড দেখেন৷ তা সত্ত্বেও বায়ার্নকে ৪৩ মিনিট পর্যন্ত আটকে রাখে তুরস্কের দলটি৷ প্রথমার্ধে একটি মাত্র গোল হজম করে তারা৷
দাভিদ আলাবার পাস থেকে ম্যাচে বায়ার্নের হয়ে গোল অভিযান শুরু করেন মুলার৷ দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মিউনিখ৷ ৫২ মিনিটে লেওয়ানডোস্কির বাড়ানো বল ধরে ব্যবধান দ্বিগুন করেন কোম্যান৷ ৬৬ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন মুলার৷ এক্ষেত্রে তাঁকে সহযোগিতা করেন কিমিচ৷
৭৯ ও ৮৮ মিনিটে বায়ার্নের শেষ দু’টি গোল লেওয়ানডোস্কির৷ প্রথমবার রিবেরি ও দ্বিতীয় দফায় মুলার তাঁকে গোলের পাস বাড়ান৷
খবর২৪ঘণ্টা.কম/রখ