খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর সবুজবাগের নন্দীপাড়া এলাকায় চোরের চাপাতির আঘাতে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাড়ির ছাদের লুকিয়ে থাকা চোর মনিরকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে নন্দীপাড়া লাল মসজিদ সংলগ্ন একটি বাড়ির চার তলায় এই ঘটনাটি ঘটে।
নিহত ফেরদৌসির স্বামীর নাম মোস্তাফিজ। এক সন্তানসহ তারা ভবনটির চার তলায় বাস করেন।
জানা গেছে, রাত আনুমানিক নয়টার দিকে মনির নামে ওই চোর তাদের ঘরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, গৃহবধূ জান্নাতুল ফেরদৌস টের পেয়ে গেলে বাসায় কোরবানির জন্য কিনে রাখা চাপাতি দিয়ে গৃহবধূর গলায় আঘাত করে চোর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ছাদ থেকে চোর মনিরকে লুকিয়ে থাকতে দেখে। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত নারীর গলায় আঘাত দেখে বোঝা যাচ্ছে যে, চোর গৃহবধূকে চাপাতি দিয়ে জবাই করেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
খবর২৪ঘন্টা/নই