খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঈদ সামনে এলেই নানা পন্থায় মানুষের টাকা ছিনিয়ে নিতে সরব হয় একদল লোক। কখনো ছুরি ধরে, গুলি করে, মলম লাগিয়ে বা অজ্ঞান করে মানুষের টাকা ছিনিয়ে নিতে ব্যস্ত হয় তারা। এরকম ছয় দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা মানুষের চোখ জ্বালাপোড়ার স্প্রে ছিটিয়ে সব লুটে নিতো। তারা জনসমাগম ও শপিংমলের আশপাশে অবস্থান নিয়ে এ ধরনের অপরাধ করত বলে জানায় র্যাব।
বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, মোহাম্মদ রুবেল, উজ্বল সরকার, সাদ্দাম হোসাইন, জলিল মিয়া, রানা শেখ ও বেলাল হুসাইন।
শুক্রবার র্যাব-২ এর উপ অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন ঢাকা টাইমসকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে শপিংমলে কেনাকাটা এবং গণপরিবহনে মানুষের যাতায়াত বেড়েছে। এই সুযোগে বিভিন্ন মানুষকে টার্গেট করে সর্বত্র লুটে নিচ্ছিলো। প্রথমে টার্গেট ব্যক্তির পিছু নেয়। এরপর সুযোগ বুঝে চোখে-মুখে স্প্রে ছিটিয়ে দিত। এতে চোখ জ্বালাপোড়া শুরু হলে তারা সব ছিনিয়ে নিয়ে যেত। সন্ধ্যার দিকে তাদের দৌরাত্ম্য বেশি ছিল।’
আরেফিন বলেন, ‘গতরাতে আমাদের কাছে খবর ছিল, এমন একটি চক্রটি তেজগাঁও এলাকায় অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিভিন্ন স্প্রে ও মলম।’ তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এ ধরনের অপারেশন চলমান থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।