খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমান আলী (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার রাত একটার দিকে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ইমান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার চাঁদপুর গ্রামের ফকর উদ্দিন ব্যাপারীর ছেলে।
জীবননগর থানার ডিউটি অফিসার এএসআই সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে চারটি বোমা, একটি এলজি শুটারগান, পাঁচটি চাপাতি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ