1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চুপিসারে বিয়ে সারলেন রাণী রাসমণি সিরিয়ালের এই অভিনেত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

চুপিসারে বিয়ে সারলেন রাণী রাসমণি সিরিয়ালের এই অভিনেত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: যেখানে বলি-অভিনেত্রী সোনমের বিয়ে সকলের মধ্যে উন্মাদনা তুঙ্গে, সেখানে সকলের চোখের আড়ালে চুপিসারে বিয়ে সেরে নিচ্ছেন রাণী রাসমণি ধারাবাহিকের জনপ্রিয় মুখ তানিয়া কর৷ হ্যাঁ প্রথমবার শুনলে অবিশ্বাস্য মনে হতেই পারে আপনার, কিন্তু কথাটা সত্যি৷ অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন এই টেলি অভিনেত্রী৷

যদিও ইতিমধ্যেই এই অভিনেত্রীর আধা-বিয়ে হয়েছে। সিঁদুরদান পর্ব এখনও সম্পন্ন হয়নি এই সুন্দরীর৷ কি বিষম খেলেন নাকি? ভাবছেন এবার কি পাগলের প্রলাপ বকছি? আসলে পাত্রীর ঘনিষ্ঠসূত্রের খবর, সিঁদুরদান পর্বটি হবে কেরলে৷ কারণ পাত্র রাকেশ এম.ডি হলেন কেরালানিবাসী৷

ফলে গায়ে হলুদ, শুভদৃষ্টির মতো বিয়ের আর পাঁচটা নিয়ম বাঙালি মতে কলকাতায় পালন হলেও মূলপর্বটি কিন্তু হবে দক্ষিনেই৷ নিয়মানুযায়ী, ওখানে কাকভোরে সেরে নেওয়া হবে বিয়ে৷ এমনকি ওখানেই হবে রেজিস্ট্রি৷

যদিও এই লং ডিসট্যান্সের বিয়েটা যে দেখেশুনে নয় তা এতক্ষণে সকলেই বুঝে গেছেন হয়তো৷ দীর্ঘদিনের প্রেম চলার পরেই বিয়ের সিদ্ধান্ত নেই এই জুটি৷ দু’জনের কেরিয়ারই ভিন্নমেরুর৷ পাত্রী যখন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ, সেখানে পাত্র একটি নামী মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং ম্যানেজার৷

প্রি-ওয়েডিং অনুষ্ঠানে এদিন তানিয়াকে যেমন বাঙালি কনের লুকে দেখা গেল তেমনই বাঙালী বরের লুকে দেখা গেল রাকেশকে৷ অনুষ্ঠানে দীতিপ্রিয়া রায়, অলিভিয়া সরকার, অভিষেক বোস, নূর সহ উপস্থিত ছিলেন টলিপাড়ার একঝাঁক তারকা৷ বুধবার সন্ধের মধ্যে কেরলের জন্য রওনা দেবেন তানিয়া এবং তাঁর গোটা পরিবার৷ শুক্রবার সকালে বিয়ে সম্পন্ন হবে এই সুন্দরীর।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST