খবর ২৪ ঘণ্টা ডেস্ক: চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৪৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৯০ জনকে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, ইয়াংছিনেং এলাকার তিনিশি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
সার কারখানাটির অভ্যন্তরে বিস্ফোরণের পর বিরাট আগুনের কুণ্ডলির সৃষ্টি হয়ে ওই এলাকা ধূয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের সময় ২ দশমিক ২ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে চীনের ভূমিকম্প জরিপ অধিদপ্তর।
খবর২৪ঘণ্টা, জেএন