নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে অপপ্রচার ও ভাবমূর্তি ক্ষন্নের অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বহুল কাঙ্খিত সড়ক আইন-২০১৮ কার্যকরের পর থেকেই একশ্রেণীর পরিবহন চালকরা তার
বিরুদ্ধে অপপ্রচার ও মানক্ষুন্ন অপচেষ্টা করছে। তারা মানহানিকর অপপ্রচার করার চেষ্টা করছে। নন্দিত চিত্রনায়ক স্বজন হারানোর পর থেকে দীর্ঘ ২৫ বছর ধরে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে চলেছেন। তিনি কারো স্বার্থের জন্য এটা করেনি। সড়ক আইন সবার জন্য। এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। আইন মানলেতো শাস্তির আওতায় আসবেনা কেউ। চিত্রনায়ক কাঞ্চনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ করেন বক্তারা। মানববন্ধনে নিসচার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/এস