খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ বরগুনা শহরের মাদরাসা সড়কের খাদ্যগুদামের গোডাউন থেকে চাল চুরির সময় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে বরগুনা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল্লাহ আল মামুন বিপ্লব, ওই খাদ্যগুদামের নৈশপ্রহরী শাহিন, সুইপার কাম গাড়ির চালক রয়েছেন। বাকিদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, সোমবার (৮ জুন) গভীর রাতে বরগুনা খাদ্যগুদাম থেকে চাল চুরি করছিলেন গ্রেফতারকৃতরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। তবে এ ঘটনার সময় কয়েকজন পালিয়ে গেছে।
ঘটনাস্থল থেকে ৫৯৪ কেজি চাল, ১টি চার্জার লাইট, ৩টি লোহার হুক, সুই ও প্রায় আধা কেজি সুতা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত বরগুনা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল্লাহ আল মামুন বিপ্লব জানান, করোনার শুরু থেকে বরগুনা খাদ্য বিভাগ সরকারি নির্দেশনায় রাতদিন কাজ করে যাচ্ছে। গোডাউন থেকে প্রতিদিন হাজার হাজার টন চাল বিতরণ হচ্ছে। কিন্তু সোমবার রাতে গোডাউনের এলোমেলো বস্তা সরিয়ে পরিষ্কারের সময় তাদের আটক করে পুলিশ। খবর২৪ঘন্টা /এবি