নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার চারঘাট উপজেলাধিন ইউসুফপুর সীমান্ত থেকে তিন বাংলাদেশী রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আজ বৃহস্পতিবার দুপুরে ভারতের অভ্যন্তরে হায়দারের বাগান (পদ্মার চর) নামক স্থানে বাংলাদেশী ৩ জন রাখাল ভারতের অভ্যন্তরে ঘাস কাটার জন্য প্রবেশ করলে ১১৭/ কাগমারী বিএসএফ ক্যম্পের
টহল দল স্পিট বোট যোগে এসে তাদের আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
আটককৃতরা হলো, চারঘাট উপজেলার চকমোক্তারপুর গ্রামের আজাহার আলীর ছেলে রুবেল (৪০), এক ই গ্রামের মৃত হারেজের ছেলে মিঠুন (২৮) ও সরকারপাড়া গ্রামের সুমন কুমার (২৫)। পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। ইউসুফপুর বিওপি কোম্পানী কমান্ডার আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।
এমকে