চারঘাট প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আশরাফুল ইসলাম। উপজেলার হলিদাগাছি আবাসন-(১) ১শ ৮০ জন,আশ্রয় প্রকল্প-২ মোট ২শ ৮০জন,সরদহ ঝিকরা আবাসন ১ শ৬০ জন,বড়বড়িয়া আবাসন ৩০ জন ও র্খোদ্দগোবিন্দপুর ৮০ জন মোট ৮শ জন দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী হায়দার,সহকারী কর্মকর্তা পরিতোষ কুমার সরকার,মুক্তিযোদ্ধা কুরান শেখ,ইউপি সদস্য ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ