৩২ বছরের ঐ সময়টার শিক্ষার্থীদের পুনমিলন মেলা বসছে রাজশাহীর চারঘাট উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে।
শনিবার (২৪ ডিসেম্বর) প্রাক্তন শিক্ষার্থীদেও অংশগ্রহনে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সরদহ উৎসব-২০২২ নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিদ্যালয় থেকে এসএসসি ৯১ সালে পাশ করেছেন বা বিদ্যালয়ে কোনো এক শ্রেনীতে একদিনের জন্য হলেও অধ্যয়ন করেছেন এমন শিক্ষার্থীরা এতে অংশ নেন।
সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ৯১ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী আয়োজিত পুনমিলনী মেলা ৩২ বছর উদযাপনে আনন্দ র্যালীটি চত্বর থেকে সারদা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এস এম শাহজালাল।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক আবুল ফজল, মোঃ রজব আলী,আব্দুল বারী, আনোয়ারুল ইসলাম ও প্রাক্তন ছাত্র-ছাত্রী আইয়ুব সরকার নয়ন আলী,ফরহাদ রায়হান, শিল্পী জাবুল ইসলাম,আফজাল হোসেন, তাহের তবিদ লান্ডু, আফরোজা খাতুন স্বপ্না, মাহমুদা বেগম, নজরুল ইসলাম বাচ্চু,মহব্বতসহ প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। সবশেষে মনোজ্ঞ সাংস্কুতিক গান ও নৃত্য অনুষ্ঠিত হয়।
বিএ/