1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চারঘাটে ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

চারঘাটে ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে মা ইলিশ রক্ষায় ইলিশের প্রজননক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে পদ্মা নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২২ দিন ব্যাপি অভিযান সমাপ্ত হয়েছে। গত মাসের ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন এলাকা পদ্মায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধসহ মাছ আহরন, পরিবহন, মজুদ, বাজারজাতকরন এবং বেচাকেনা নিষিদ্ধ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর কার্যকরভাবে মা ইলিশ সংরক্ষন অভিযান-২০২০ পরিচালনার জন্য প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। উপজেলার বিভিন্ন মাছের বাজারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোষ্টারিং, মাইকিংসহ নানাবিধ

প্রচারণা চালানো হয়। ভিজিএফ আওতায় কর্মহীন হয়ে পড়া উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৫’শত ৪০টি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়।
এছাড়া ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ সফল করার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন ও নৌপুলিশের সমন্বয়ের মাধ্যমে ৩৭টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উপজেলার পদ্মা নদীতে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে ২২ দিনে ৬ লক্ষ ১১ হাজার মিটার কারেন্টজাল, অবৈধভাবে আহরিত ৩১কেজি ইলিশ মাছ ও ৪ জন জেলেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে আটক করা হয়|

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team