নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারঘাট উপজেলার জয়পুর গ্রামের জয়পুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতরা হলো, বাঘা উপজেলার আড়ানী পিয়াদা পাড়া এলাকার মৃত নরেশ চন্দ্র দাশের ছেলে শ্রী সুমন চন্দ্র দাস (৩২) ও সাত্তার ফকিরের ছেলে সুজন ফকির (৩০)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার চারঘাট থানাধীন জয়পুর গ্রামস্থ জয়পুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাশে অভিযান চালিয়ে সুমন চন্দ্র দাস ও সুজন ফকিরকে চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ছাড়া তিন হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে