নিজস্ব প্রতিবেদক : চারঘাটে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার ইউসুফপুর কারিগরপাড়া গ্রামের রফিকুলের ছেলে রিংকু আলী (২৪) ও বোয়ালিয়া থানার তালাইমারী বাদুরতলা এলাকার নজরুলের ছেলে নিয়ামাতুল্লাহ (২৪)। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ
বিজ্ঞপ্তিতে জানায়, চারঘাট থানা পুলিশের একটি দল রাতে টহলরত অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত আড়াইটার দিকে মুক্তারপুর সরকারপাড়া এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় ভর্তি ৩৫০ বোতল ফেন্সিডিলসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/এস