বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ১৭ মামলার সাজাপ্রাপ্ত আসামী মাসুম হোসেনসহ চার জনকে আটক করেছে পুলিশ। চারঘাট মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার(২০-০৭-১৮) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করে।
জানা যায়, মামুস হোসেনের নামে চারঘাট, বাঘা, লালপুর, বাগাতিপাড়া, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর থানায় চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, বিম্ফোরক, মাদকদ্রব্য, ভূয়া র্যাব-পুলিশ পরিচয়ে চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।
এছাড়া সে ডাকাতি ও ছিনতাই মামলায় আদালত কর্র্তৃক ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল। তাকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। মাসুম হোসেনের বাবার নাম মেছের আলী। সে কখনো সাদিপুর ও বথুয়া আবার কখনো জাফরপুর গ্রামের বসবাস করত বলে পুলিশের কাছে পরিচয় দিয়েছে।
অপরদিকে উপজেলার নিমপাড়া গ্রামের মেছর মন্ডলের ছেলে লালচাঁন ছয়টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তার নামে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, মাদকদ্রব্য মামলা রয়েছে। এছাড়া উপজেলার ইউসুফপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে হাসেম রানা সাতটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তার নামে চারঘাট থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, মাদকদ্রব্য মামলা রয়েছে।
এছাড়া হলিদাগাছি গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে সুজন আলী মাদকদ্রব্যসহ পাঁচটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তাদের গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, তাদের আটক করতে দীর্ঘদিন থেকে আমাদের নজরদারি ছিল। এছাড়া সার্বক্ষনিক সোর্স লাগানো ছিল। অবশেষে তাদের আটক করতে সক্ষম হয়েছি। তবে তাদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।