নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলায় ১০০ জন ছাড়িয়েছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩ জন করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা পৌঁছায় ১০১ জনে। রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলার ৯টি উপজেলার মধ্যে ৭ টি উপজেলায় করোনা শনাক্ত রোগী
শনাক্ত হওয়ার পর চারঘাট উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরও চারঘাট উপজেলায় এখন জেলার ৯টি উপজেলার মধ্যে করোনা শনাক্তের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে শনাক্ত হওয়ার পাশপাশি এ উপজেলায় সুস্থ হওয়ার রোগীর সংখ্যাও বাড়ছে।
এমকে