চারঘাটে প্রাইভেটকারে হামলা ও ভাংচুর মামলায় শ্রী সুকেশ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার চারঘাট এলাকা থেকে তাকে আটক করে চারঘাট মডেল থানা-পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, সুকেশের
বাবা মারা যাবার পরে বেপোরোয়া হয়ে উঠে সুকেশ, কিছুদিন পূর্বে তার মা স্বরসতী ( ৬০) কে মারধর ও নির্যাতন করে বাড়িতে তালা মেরে বের করে দেয় মাদকাসক্ত সুকেশ। জোরপূর্বক জমি দখল,হামলা,মামলা সহ একাধিক অনিয়মের সাথে জড়িত এই আটককৃত সুকেশ বলে একাধিক সূত্রে জানা গেছে।
সর্বশেষ, গত ২১ (ফেব্রুয়ারি) চারঘাট এলাকার এ এইচ এম কামারুজাম্মান মকুল নামের এক ব্যক্তির রাস্তা অবরোধ করে প্রাইভেট কারে সংঘবদ্ধ বাহিনী নিয়ে অর্তকিত হামলা ও ভাংচুর চালায় সুকেশ ও তার বাহিনী। এবিষয়ে পরেরদিন দিন ২২ (ফেব্রুয়ারি) চারঘাট থানায় এ এইচ এম কামারুজাম্মান মকুল নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন যার মামলা নং-২১।
মামলা সূত্রে জানা গেছে, চারঘাট এলাকার জোত কার্তিকপুর হিন্দুপাড়ায় ভোক্তুভোগী মকুল গাড়ি থেকে নেমে তার ড্রাইভারকে গাড়িটি বাড়িতে রেখে আসতে বলেন, ড্রাইভার গাড়িটি নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা হলে জোতকার্তিকপুর এলাকায় পৌঁছামাত্র পূর্ব শক্রতার জের ধরে রাত সাড়ে ১০টার দিকে গাড়িটিতে ধাওয়া দেয়, সাব্বির হোসেন, শ্রী সুমন চন্দ্র প্রাংমানিক ও সুকেশ পরে একপর্যায়ে গাড়িটির পথরোধ করে অর্তকিত হামলা ভাংচুর ও গাড়ির পিছনের ছিটে রাখা ব্যাগে থাকা পঁচিশ লাখ টাকা ছিনতাই করে নেয়। পরে ড্রাইভারের চিৎকারে এলাকার উত্তেজিত জনতা তাদের ঘিরে ফেলে পুলিশে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। গতকাল নিজ বাড়ি থেকে মামলার অন্যতম আসামী সুকেশকে আটক করে থানা পুলিশ
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সুকেশের বিরুদ্ধে মুকুল নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। পরে মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়। এছাড়া তার মা’কে ও মারধর করে সুকেশ সে বিষয়ে ও আমাদের কাছে অভিযোগ রয়েছে। হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পরে আদালতে প্রেরন করা হয়েছে।
এস/আর