চারঘাট প্রতিনিধি: চারঘাটে গত শনিবারের দুই গ্রামবাসির মধ্যে সংঘষের ঘটনায় ১ জন নিহত ৬ জন আহত ঘটনায় চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় দিঘলকান্দি গ্রামের ছইমুদ্দিনের ছেলে শাহাবুদ্দিনকে প্রধান আসামী করে এজাহার নামীয় ৪০ জন ও অ্জ্ঞাত ৬০/৭০ জনকে আসামী করে নিহত রেজাউলের ছেলে আব্দুল্লাহ বাদি হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য চারঘাট উপজেলার শিশিতলা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুঠিয়া উপজেলার দিঘলকান্দি ও চারঘাট উপজেলার শিবপুর দুই গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল তারই জের ধরে শনিবার বেলা ৩টার দিকে দিঘলকান্দি গ্রামের লোকজন
হামলা চালালে শিবপুর গ্রামের মৃত হালিমের ছেলে রেজাউল নিহত হয়।উক্ত ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় মামলা দায়ের করে ।
এদিকে এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে বলে মামলার তদন্তকারী অফিসার চারঘাট মডেল থানার এস আই বজলুর রশিদ জানান।এ দিকে ময়না তদন্ত শেষে রবিবার বেলা ৩টার দিকে নিহত রেজাউলের লাশ এলাকায় পৌছলে এলাকাবাসি নিহতের লাশ নিয়ে একটি শোক মিছিল করে । এরপর বিকেল সাড়ে ৪টায় মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এ ব্যপারে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে ।ঘটনার সাথে জড়িত ১২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।