রাজশাহীর চারঘাটে হলদে পাখি,গার্ল গাইডস ও স্কাউটস দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকালে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মানজুরা মুশাররফ।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্যে দেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন, গার্ল গাইডস জেলা কমিশনার সাবরিনা ইসলাম (বনি), উপজেলা স্কাউটস সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক শ্রী দেবনাথ কুমার, স্থানীয় গার্ল গাইডস কমিশনার নূরন নাহার লাভলী ও সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষক ও স্কাউটস প্রতিনিধি শামীম আহম্মেদসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩শ জন গার্ল গাইডস ও স্কাউটস দলের ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে সাংস্কৃতিক ও হলদে পাখি,গার্ল গাইডস ও স্কাউটস দীক্ষা অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
বিএ/