চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মুক্তার হোসেন নামে এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধুপুরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহত মুক্তার হেসেন ওই এলাকার বাসিন্দা।
আহতরা হলেন,মুক্তার হোসেনের ভাইয়ের শাশুড়ি জাহেদা বেগম (৫০) ও নাতি হামীম হোসেন (১)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু হামীমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া জাহেদা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
খবর২৪ঘন্টা/নই