চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্ষালয় আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান এর সঞ্চালনায় সেমিনার উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ হাসিনা মমতাজ,উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্ষালয়, রাজশাহী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কর্মকর্তা আরিফ হোসেন, ,জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বায়েজীদ হোসেন ওয়ারেছী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ শামসুল হক,সরদহ ইউপি প্যানেল চেয়ারম্যান এসএম সাইদুর রহমান, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক মিজানুর রহামন মিজানসহ সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন সচিব ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, প্রতিবন্দী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদানে সেবা নিতে কোন টাকা-পয়সা লাগে না। প্রান্তিক জনগোষ্ঠি হিসেবে একজন প্রকৃত মানুষ যেন সেবা পায় । সামাজিক নিরাপত্তা,ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান কার্যক্রম বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলের সযোগিতা কামনা করেন তিনি ।
বিএ..