নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জলোর চারঘাট উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে এলাকায় লাইসন্সেবহিীন,ভজোল, ময়োদোউর্ত্তীণ ও অনুমোদনহীন ওধুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরচিালনা করনে চারঘাট উপজেলার সহকারী কমিশনার ভূমি সয়ৈদা সাদয়িা নূরীয়া। লাইসন্সেবহিীন, ভজোল, ময়োদ উর্ত্তীণ ও অনুমোদনহীন ঔষুধ নর্ণিয়, জনসাধারণরে মধ্যে সচতেনতা বৃদ্ধি করাসহ সার্বিকভাবে ওষুধ বাজার মনটিরংি করা হয়।
এসময় ঔষধ প্রশাসনরে সহকারী পরচিালক মর্জিা মো. আনোয়ারুল বাসদে ও আইন শৃংখলা বাহনিীর সদস্যরা উপস্থতি ছলিনে। অনয়িমরে অভযিোগ প্রমাণতি হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৯৪০ এর ২৭ ধারা মোতাবকে ৫ টি র্ফামসেকিে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া অনুমোদনহীণ ওষুধগুলো ধ্বংস করা হয়। এ ধরনরে অপরাধ যনে অন্যরা না করে সজেন্য সচতেন ও সর্তক করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে